বগুড়া প্রতিনিধি : গতকাল ০৬.৫০ মিনিটের সময় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল বগুড়ার শেরপুুর থানাধীন সীমাবাড়ী ইউনিয়ানের নাকুয়া গ্রামে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত হলো বগুড়া জেলার শেরপুর থানাধীন কালিয়কৈর চকগোলা গ্রামের খায়রুজ্জামান ছেলে আব্দুল মমিন।
র্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বগুড়া জেলার শেরপুর থানাধীন নাকুয়া গ্রামে বিপুল পরিমান মাদক ক্রয়-বিক্রয় করিতেছে । এরই প্রেক্ষিতে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করা হয়। উক্ত স্থানে অভিযান চালিয়ে ১৫০ পিচ ইয়াবা এবং মাদক কাজে ব্যবহৃত ১টি মোবাইল ও ২টি সিমকার্ড সহ তাকে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বগুড়া জেলার শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) এর সরনীর ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।