কুষ্টিয়া-পাবনা মহা সড়কের মিরপুর সাহেবনগর এলাকায় ভেড়ামারা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন, তবে নিহতের খবর পাওয়া যায়নি, উদ্ধার অভিযান অব্যাহত আছে। আজ (রবিবার) দুপুর ২ টার সময় এ ঘটনা ঘটে। ঘটনার প্রায় ২ ঘন্টায় মহা সড়কে যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে কয়েক কিলোমিটার যানবাহনে দীর্ঘ যানজট দেখা দেয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান মিরপুর উপজেলার সাহেবনগর এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এ সময় স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে যাত্রীদের উদ্ধার করে। দুর্ঘটনায় আহতদের নাম ঠিকানা জানা যায়নি। ঘর্টনাকবলিত নয়ন ডিলাক্স (ঢাকা মেট্রো-জ-১১-০৯৪৮) বাসটি এখনও ওই স্থানে পুকুরে পড়ে আছে। তবে ড্রাইভার পলাতক আছেন।
অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহমান জানান, দূর্ঘটনায় ২০জন আহত হয়েছেন। উদ্ধার অভিযান শেষ হলে এ ঘটনায় কেউ নিহত হয়েছে কি না জানা যাবে।