তাকের, কুষ্টিয়া : কুষ্টিয়া শহর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জেড এম সম্রাট (৩১) কে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ সিরাজগঞ্জ র্যাব-১২ গ্রেফতার করেছে। এ সময় র্যাব দ্বীন ইসলাম রাসেল (২৮) নামে তার এক সহযোগীকে আটক করেছে।
সোমবার (২৭ জুলাই) ভোর ৪টার দিকে কুষ্টিয়া সদর থানাধীন বড় আইলচরা এলাকা হতে র্যাব তাদের আটক করে।
সম্রাট কুষ্টিয়া শহরের রেনউইক কমলাপুর এলাকার আমিনুল ইসলামের ছেলে এবং রাসেল মজমপুর এলাকার মৃত গোলাম রসুলের ছেলে।
সিরাজগঞ্জ র্যাব-১২ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ র্যাব-১২ এর সিও লেফট্যানেন্ট কর্ণেল খাইরুল ইসলাম (পিএসসি) নির্দেশে পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার আমিনুল ইসলাম এর নেতৃত্বে র্যাবের একটি অাভিযানিক দল কুষ্টিয়া সদর থানার বড় আইলচরা এলাকায় অভিযান চালায়। এসময় র্যাব ৩ টি বিদেশী পিস্তল, ৩ টি ম্যাগজিন ও ৯ রাউন্ড গুলিসহ কুষ্টিয়া শহর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জেড এম সম্রাট ও তার সহযোগীকে আটক করে।