আরাফাত হোসেন, কুষ্টিয়া : মহামারী করোনা ভাইরাসের কারণে কুষ্টিয়া পৌরসভার আওতাভুক্ত সকল পশুহাট বন্ধ রাখার ঘোষনা দিয়েছেন জেলা প্রশাসক। করোনা ভাইরাস নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও মোকাবেলায় কুষ্টিয়া পৌরসভার পশুর হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন উপজেলা প্রশাসক। আজ থেকে পরবর্তীতে ঘোষনা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। সোমবার এক চিঠিতে এ নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী বলেন জেলা প্রশাসকের নির্দেশক্রমে পশুহাট বন্ধ রাখার জন্য এই আদেশ দেওয়া হয়।