রিয়াজুল ইসলাম, কুষ্টিয়া : র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গতকাল রাত ৯.৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন কুমারগাড়াস্থ বিসিক শিল্প নগরীর কেয়াম মেটালের মসজিদের সামনে পাঁকা রাস্তা উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গাঁজা-০৩ কেজি, ব্যাটারি চালিত অটো ভ্যান (পাখি ভ্যান)সহ কুষ্টিয়া জেলার কাথুলিয়া গ্রামের মৃত সারেল শেখের ছেলে খয়বর শেখকে আটক করে র্যাব-১২। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ আটককৃতের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। ।