আমিন হাসান, কুষ্টিয়া : র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল আজ বিকেল ৬.৪৫ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন হালসা রেল স্টেশনের পূর্ব পাশের্^ জৈনক আঃ বারীর দোকানের সামনে পাঁকা রাস্তা উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গাঁজা ১ কেজিসহ একজন আটক হয়েছে। আটককৃত হচ্ছে কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন ইশালমারী এলাকার ওজেদ মন্ডলের ছেলে আফাজ উদ্দিন (২৩)’কে গ্রেফতার করে র্যাব-১২। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ আটককৃতের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং পরে তাকে মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।