কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মাদক ও অস্ত্র ব্যবসায়ী কুখ্যাত কারিবুল এখনো ধরাছোঁয়ার বাইরে। দীর্ঘদিন ধরে শহরের কাটাইখানা মোড়, হাসপাতাল মোড় এলাকায় গড়ে তুলেছেন মাদকের ঘাটি। মাদক ব্যবসার পাশাপাশি চলে তার অস্ত্র ব্যবসাও । পুলিশের চোখঁকে ফাকি দিয়ে দিনের পর দিন তিনি এধরনের অপকর্ম নির্বিগ্নে চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠছে । তাই মাদক ও অস্ত্র ব্যবসায়ী কারিবুলে ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছে এলাকার সচেতন মহল ।
খোঁজ নিয়ে জানা গেছে, কারিবুল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জামিল হোসেন বাচ্চু হত্যা মামলার অন্যতম আসামী, কারিবুল গনমুক্তি ফৌজ প্রধান আমিনুল ইসলম মুকুলের শীর্ষসহযোগী। সে দীর্ঘদিন যাবত কুষ্টিয়ায় অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে বলে জানা যায় ।