কুমারখালী প্রতিনিধি : কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিক ব্যাংকার রাসেল (৩০) এর বাড়িতে অনশনে বসেছেন এক কলেজ ছাত্রী প্রেমিকা (২৩)।ঘটনাটি পান্টি ইউনিয়নের খোর্দ্দ ভালুকা গ্রামে ঘটেছে। রাসেল ওই এলাকার ঝন্টু মোল্লার ছেলে। সে পেশায় একজন ব্যাংকার এবং প্রেমিকা জেলার মিরপুরের বাসিন্দা ও কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের মাস্টার্স পড়ুয়া কলেজ ছাত্রী।এঘটনার পর থেকেই প্রেমিক রাসেল পলাতক রয়েছে। স্থানীয়রা জানান, প্রায় তিন বছর আগে রাসেলের সাথে ফেসবুকে পরিচয় হয় মেয়েটির।এরপর ধীরে ধীরে গড়ে উঠে প্রেমের সম্পর্ক।একাধিকবার শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ার পরেও বিয়েতে রাজী না হওয়ায় রোববার রাতে প্রেমিক রাসেলের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন প্রেমিকা।তবে রাসেল পলাতক রয়েছে।
এবিষয়ে অনশনরত অবস্থায় প্রেমিকা বলেন, প্রায় তিন বছর আগে ফেসবুকে পরিচয়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে আমাদের। একাধিকবার বার শারীরিক সম্পর্কও হয়। কিন্তুু রাসেল এখন বিয়ে করতে রাজি না হওয়ায় অনশনে বসেছি।তিনি আরও বলেন,যতসময় বিয়ে না হয়, ততসময় অনশন চলবে। এব্যাপারে প্রেমিক রাসেলকে বাড়িতে পাওয়া না গেলে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি। ঘটনার সত্যতা স্বীকার করে প্রেমিক রাসেলের বাবা ঝন্টু মোল্লা বলেন,ফেসবুকে পরিচয়ে আমার ছেলের সাথে মেয়ের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু মেয়েটি পূর্বে বিবাহিত জানতে পেরে আমার ছেলে মেয়েটিকে ছেড়ে দিলেও মেয়েটি পিচু ছাড়ছে না। তিনি আরও বলেন, বিয়ের দাবিতে রবিবার রাত থেকে আমার বাড়িতে অনশন করছে। কিছুতেই নড়াতে পারছিনা।তবে ওর পরিবারের সাথে কথা হচ্ছে। এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন,একটু একটু শুনেছি, তবে লিখিত কোন অভিযোগ পায়নি।