এস.এম রুবেল আকন্দ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বিভিন্ন অপরাধে অভিযুক্তে ২১ জনকে আটক করেছেন ত্রিশাল থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গত (২ আগস্ট) রবিবার ত্রিশাল থানা পুলিশ একাধিক টিম গঠন করে ত্রিশাল পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন অপরাধে অভিযুক্ত মোট ২১ জনকে গ্রেফতার করা হয়। আজ (৩ আগস্ট) সোমবার গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করে ত্রিশাল থানা পুলিশ। ত্রিশাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র রায় বলেন, আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।