নেত্রকোনা প্রতিনিধি : চোরের ভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয় এটি বর্তমানে পূর্বধলা নেত্রকোনায় অবস্থিত এ বিদ্যালয়টি ১৯৯১ সালে স্থাপিত হয়। বর্তমানে এ চোরের ভিটা স্কুল টি নিয়ে অনেক ছাত্র-ছাত্রী ও গ্রামবাসী এ বিদ্যালয়ের নাম বলতে চায় না। স্কুলটি নাম নিয়ে যেত ক্ষোব ও আপত্তি। পাশাপাশি এখানকার স্থানীয় লোকজন অনেক কথার সাথে সম্মখীন হতে হয়। কারণ এখানকার গ্রামের নাম হচ্ছে “চোরের ভিটা”। এ নামটি পরিবর্তন চান এলাকাবাসীরা।
জানা যায় জমিদার আমলে খাজনা নিতে আসা নায়েবের রশিদ বই চুরির হয় এ গ্রাম থেকে। তাই জমিদার এই গ্রামটির নাম দেন চোরের ভিটা। এর সাথে একই ভাবে সরকারী খাতায় লিপিবদ্ধ হয় এই নামে।
স্কুলের ছাত্র-ছাত্রীরা ও গ্রামবাসীরা সবাই এ গ্রামের নামটি পরিবর্তনের জন্য দৃষ্টি আকর্ষন করেছেন উপরের মহলের কাছে।