কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় করোনাকালীন সাংবাদিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর চেক বিতরণ আগামী ১০ আগস্ট সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া- জেইউকের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া জেইউকের নির্বাহী কমিটির যৌথসভা আজ কেপিসি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক জামিল হাসান খান খোকন, কু্ষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সাধারণ সম্পাদক সোহেল রানা, বিএফইউজের কেন্দ্রীয় সদস্য আফরোজা আক্তার ডিউ, মাহমুদ হাসান, কেপিসির যুগ্ম সম্পাদক শেখ হাসান বেলাল, সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন শ্যামলী, দপ্তর সম্পাদক নাহিদ হাসান তিতাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ, তথ্য ও গবেষণা সম্পাদক ইমরান হাসান পাপ্পু, নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ, তৌফিক তপন, ইসমাইল হোসেন প্রমুখ। এছাড়াও কেপিসির প্রয়াত সিনিয়র সহ সভাপতি ফারুক আহমেদ পিনুর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ৮ আগষ্ট সকালে তাঁর ভেড়ামারা মহারাজপুর কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও বিকেলে বাদ আছর কেপিসির কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সভায় সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়।