এনামুল হক ইমন,কুমারখালী : কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে কুমারখালী গড়াই নদীর উপর নির্মিত মীর মশাররফ হোসেন সেতুর টোল প্লাজায় অতিরিক্ত টোল দাবি করলে না দেওয়ায় মুস্তাফিজুর রহমান নামের এক কাভার্ডভ্যান চালককে বেধড়ক মারপিটের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে মারপিটের সাথে জড়িত থাকার অভিযোগে মিরপুর উপজেলার নফরকান্দি ছোন্দার বাহার মাস্টারের ছেলে টোল প্লাজার কর্মচারী রাশেদ আহমেদ রনিকে (২৫) আটক করেছে থানা পুলিশ।
ভেড়ামারা উপজেলার বাহেরচারা ষোলদাগ এলাকার নুরুল আলম মোল্লার ছেলে চালক মুস্তাফিজুর রহমান বলেন, ঢাকা থেকে কুষ্টিয়ার অভিমুখে প্রবেশ পথে কুমারখালীর মীর মশাররফ হোসেন সেতুর টোলঘরে পৌছালে ৬০ টাকার পরিবর্তে ১১০ টাকা দাবি করে কর্মচারী রনি।অতিরিক্ত টোল না দেওয়ায় গাড়ি থেকে নামিয়ে আমাকে কিলঘুষি মারে ও প্রাণনাশের হুমকি দেয়। তিনি আরো বলেন,কুমারখালী থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার তদন্ত ওসি মামুনুর রশিদ বলেন,অতিরিক্ত টোল না দেওয়ায় কাভার্ডভ্যান চালককে মারপিটের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।