শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের দেহে করোনা শনাক্ত হয়েছে। ৭ আগষ্ট শুক্রবার শেরপুর জেলা স্বাস্হ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। গত ৩ দিন পর্বে নমুনা সংগ্রহ করেপরীক্ষার জন্য ময়মনসিংহ পিসিআর ল্যাবে পাঠানো হয়। শুক্রবার পরীক্ষায় তার দেহে করোনা পজেটিভ আসে। উল্লেখ্য, করোনা পরিস্থিতির শুরু থেকে পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম নিরলসভাবে কাজ করে আসছিলেন।