আমিন হাসান, কুষ্টিয়া : র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল আজ বিকেল ১৮.৪৫ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন গোড়দহ গ্রামস্থ খোনকার মোড়, ওমর আলী শেখ এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তা উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গাঁজা-০১ কেজি সহ ০২ জন কুষ্টিয়া জেলার থানার মিরপুর গোড়দহ এলাকার জান মোহাম্মদের ছেলে জিয়ারুল একই আঃ রহিম ছেলে রাকিবুল ইসলাম গ্রেফতার করে র্যাব-১২। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ আটককৃদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের মিরপুর থানায় সোপর্দ করে।