1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়ার কুমারখালী বর্ষা মৌসুমে একেবারে চলাচলের অনুপযোগী

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ২৬৫ বার নিউজটি পড়া হয়েছে

 এনামুল হক ইমন,কুমারখালী: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামের জালাল মোল্লার বাড়ি থেকে মনোহরপুর কালুপাড়া মোড় পর্যন্ত ২ কিলোমিটার রাস্তাটি শত বছরেও সংস্কার না হওয়ায় শত-শত বিঘা জমির ফসল নেয়া ও স্বল্প সময়ে কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় পৌঁছাতে ভোগান্তির শেষ নেই। বর্ষা মৌসুমে বসবাসরত পরিবারগুলো প্রয়োজনে বাজারে যাওয়া বা বিপদকালীন সময়ে সাহায্য পাওয়া এবং স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা এই সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার কোন উপায় থাকেনা এমনই অভিযোগ তুলেছেন স্থানীয়রা। স্থানীয় এলাকাবাসী রিপন আলী ও রবিউল ইসলাম সহ একাধিক ব্যক্তি জানান, রাস্তার বেহাল দশার কারণে তারা সপ্তাহে একদিন বাজার করেন এবং বাঁকি সময় বাড়িতে থাকেন একান্ত প্রয়োজন নাহলে বের হননা। তাদের ছেলেমেয়েরা এই সময় শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেননা। বানিয়া খড়ি, নিতাইলপাড়া,দমদমা ভড়ুয়াপাড়া, চরনিতাইলপাড়া, উদয় নাতুড়িয়া সহ আরো অনেক গ্রামবাসীদের পান্টি,ভালুকা বা চাঁদপুরে প্রায় ৬/৭ কিঃমিঃ বেশী রাস্তা ঘুরে যেতে হয়। অথচ এই রাস্তাটি সংস্কার করা হলে অনেক স্বল্প সময়ে কাঙ্খিত স্থানে পৌঁছাতে সুবিধা হতো। এছাড়া ভালুকা, কালুপাড়া, নাতুরিয়া ও দক্ষিনমনোহর পুরের শত শত বিঘা জমির ফসল নিয়ে যাবার একটি মাত্র রাস্তাটি বিশেষ করে বর্ষা মৌসুমে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পরে যেকারনে কৃষকদের ভোগান্তির শেষ থাকেনা। এ বিষয়ে বাগুলাট ইউপি চেয়ারম্যান জামাল সরকার জানান তার ইউনিয়নের অধিকাংশ রাস্তা পাকা। ভড়ুয়াপাড়া জালাল মোল্লার বাড়ি থেকে কালুপাড়া পর্যন্ত মাঠের পাশ দিয়ে যাওয়া এই কাঁচা রাস্তাটি তেমন গুরুত্বপূর্ণ নয়।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!