1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :

আদালত অঙ্গন এফিডেভিট শাখায় দুর্নীতি অনিয়মের অভিযােগে আটক ৪৩

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৩৭৪ বার নিউজটি পড়া হয়েছে

ঢাকা অফিস : আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখায় দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে অভিযানে ৪৩ কর্মকর্তা-কর্মচারীকে আটক করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্ট আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
অ্যাডভোকেট মোহাম্মদ মশিউর রহমান বলেন, ‘আদালত অঙ্গনে দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে আইনজীবীরা সোচ্চার হয়ে উঠেছেন। আমরা বারের পক্ষ থেকে এ বিষয়ে প্রধান বিচারপতিকে অবহিত করেছিলাম। আজ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে সুপ্রিম কোর্টের ২ নম্বর প্রশাসনিক ভবনে একটি ঝটিকা অভিযান পারিচালিত হয় এবং প্রাথমিকভাবে সেখান থেকে এই ৪৩ কর্মকর্তা-কর্মচারীকে আটক করা হয়।’
এফিডেভিট শাখায় অভিযানএ অভিযানের বিষয়ে তিনি আরও বলেন, ‘৪৩ জনকে আটকের পর বার নেতৃবৃন্দকে খবর পাঠানো হলে বারের সম্পাদকসহ আমরা ঘটনাস্থলে যাই। এরপর জানতে পারি, আটক ব্যক্তিরা নিজ শাখায় নিজ নিজ দায়িত্ব পালন না করে অন্য কার্যক্রমে ব্যস্ত রয়েছেন বলে তাদের আটক করা হয়েছে। সেখানে অভিযুক্তদের নাম, ঠিকানা সংগ্রহ শেষে তাদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। এখন আমরা (বার নেতৃবৃন্দ) বসে আলোচনা করে পরবর্তী কর্মপন্থার বিষয়ে সিদ্ধান্ত নেবো।’

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x