বগুড়া প্রতিনিধ : বগুড়া জেলার সোনাতলা থানাধীন উপজেলা উত্তর গেইট মসজিদ সংলগ্ন লতিফ ডিজিটাল ফটোস্ট্যাট, স্টুডিও এন্ড কম্পিউটার সিল নামক দোকানের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ ফখরুদ্দিন রাজিব (২৬), পিতা-মোঃ ফজলুল করিম, সাং-আগুনিয়া তাইড়, থানা-সোনাতলা, জেলা-বগুড়া’কে সর্বমোট= ৩৭০ (তিনশত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট, ০২ টি মোবাইল, ০৩ টি সীম এবং নগদ ৩৯০ টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বগুড়া জেলার বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল মর্মে জানা যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে।