1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :

“র‌্যাব-১২ অভিযানে টাঙ্গাইলে ১৪৫ পিস ইয়াবা সহ আটক-২

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৩৬৭ বার নিউজটি পড়া হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি : আজ বিকাল ১৫.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ রওশন আলী এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার সদর থানাধীন টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডস্থ, টাঙ্গাইল ময়মনসিংহ রোডে পশ্চিম পাশে দ্রুত গামী বাস কাউন্টারে পিছনে ফাঁকা জায়গার অভিযান পরিচালনা করে ধৃত আসামী ১। মোঃ মফিজ উদ্দিন (৪০), পিতাঃ আব্দুল মজিদ, সাং-বানিয়াফৌর, থানাঃ কালিহাতি, ২। মোঃ সেলিম মিয়া (৪২), পিতাঃ মৃত-নুরুল ইসলাম, সাং- শিপপুর, থানাঃ টাঙ্গাইল সদর, উভয় জেলাঃ টাঙ্গাইলদ্বয়IJকে ১৪৫ পিস ইয়াবা, ০৩টি মোবাইল ফোন, ০৫টি সিম কার্ড এবং নগদ ১,২০০/- (এক হাজার দুইশত) টাকা সহ গ্রেফতার করেন। সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ করলে দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার সদর থানার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে বলে জানায়। ধৃত আসামীদ্বয় তাদের ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে টাঙ্গাইল জেলার সদর থানা এলাকাসহ আশপাশ এলাকায় মাদক সেবীদের নিকট এবং খুচরা মাদক ব্যবসায়ীদের তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!