আমিন হাসান, কুষ্টিয়ায় ফেসবুকে ১৫ই আগষ্ট নিয়ে কটুক্তি করায় হাকিম মোঃ লোকমান হোসেন (৭৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল রাত ১১ টার দিকে হাউজিং ডি ব্লক থেকে তাকে আটক করা হয়। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মস্তোফা জানান, মহান ১৫ই আগষ্ট নিয়ে কটুক্তি করায় তার বিরুদ্ধে এমন অভিযোগ আসায় তাকে আটক করে নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে ‘ পেছনে করগেট টিনের উপর রং করা একটি শিশুর মাথার আংশিক ছবি দেয়া’ ফেসবুক ওয়ালে বাংলায় লেখা আছে,১ হাকীম মোঃ লোকমান হোসেন। এই ফেসবুক পেইজে চার দিন আগে ‘ একটি শিশুর ছবি পোষ্ট করা হয়েছে। লেখা আছে‘ হাকীম মোঃ লোকমান হোসেনের ছোট মেয়ে, এর পর নিচে, মুখ ভর্তি দাঁড়ি সাদা আলখেল্লা পরিহিত দুই আঙ্গুল উচিয়ে ছবি পোষ্ট করেছেন হাকীম মোঃ লোকমান হোসেন, ছবির উপরে লেখা আছে ‘ জাতীয়,,, দিবস ১৫ই আগষ্ট’ এর নিচে বেশ কয়েকজন কমেন্টসও করেছেন। উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে পাকিস্তানী দোসরা বাঙ্গালী জাতির ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায় রচনা করে। নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে সারা বিশে^ তোলপাড় শুরু হয়। যে মানুষটি সারাটি জীবন একটি জাতির মুক্তির জন্য জীবনের অর্ধেক সময় কারাগারে কাটিয়েছেন। তাঁকে এমন ভাবে নৃশংসভাবে স্বপরিবারে হত্যা জাতি সেদিন মেনে নিতে পারেনি। তার পর পাকিস্তানী দোসরা এই খুনের জাতে বিচার না হয় তার জন্য আইন প্রণয়ন করে। এ ভাবে কেটে যায় ২১টি বছর। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯৬’ রাষ্ট্রক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যার বিচার প্রক্রিয়া শুরু করে। একে একে ৬ খুনীকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে রায় কার্যকর করা হয় এখনও বাকি খুনীরা দেশের বাইরে পালিয়ে আছে। ১৫ই আগষ্টকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। এ দিনে সমগ্র জাতি শ্রদ্ধায় অবনত হয়ে বঙ্গবন্ধু মুর্যাল, ভাষ্কর্য্যে পুষ্পার্ঘ অর্পণসহ ব্যাপক কর্মসুচী পালন করে। আর এই দিনটিকে একজন অখ্যাত ব্যক্তি এমন ভাবে তাচ্ছিল্য করায় বিভিন্ন মহল থেকে প্রতিবাদ জানানো হয়েছে। প্রতিবাদকারীরা অবিলম্বে ওই ব্যক্তির ফেইস বুক আইডি চিহ্নিত করে তার বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছে।