আরাফাত হোসেন, কুষ্টিয়া : আজ শুক্রবার বাদ আছর কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)র সহ-সভাপতি ও এনটিভির স্টাফ করেসপনডেন্ট প্রয়াত সাংবাদিক ফারুক আহমেদ পিনু’র পিতা বদর উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র ফারুক আহমেদ পিনু মিলনায়তনে দোয়া-মাহফিল অনুষ্ঠিত।
উক্ত দোয়া মাহফিলে কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)র সভাপতি আলহাজ্ব রাশেদুল ইসলাম বিপ্লব, সহ-সভাপতি আলহাজ্ব জামিল হাসান খোকন, সাধারন সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন শ্যামলী, বাংলাদেশ উইমেন জার্ণালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ও কেপিসির নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ, অর্থ-সম্পাদক মিলন উল্লাহ, দপ্তর সম্পাদক নাহিদ হাসান তিতাস, ক্রীড়া সম্পাদক পলাশ মৃধা, কেপিসির নির্বাহী সদস্য ইসমাইল হোসেন, রিয়াজুল ইসলাম সেতু, কে এম শাহীন রেজা, আরাফাত হোসেন, আমিন হাসান, তারেক, রাসেল, চাঁদ আলীসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অংশগ্রহন করেন।