আমিন হাসান, কুষ্টিয়া : কুষ্টিয়ায় গাঁজা খাওয়া ও বিক্রয় করার অপরাধে ২জনকে ৩ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ রবিবার রাত ৮.০০ টার সময় ছয় রাস্তা মোড়ে গাঁজা খাওয়া ও বিক্রয় করার খবর পান কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা এমন খবর পাওয়ার সাথে সাথে তার নির্দেশনায় এস আই সুমন কাদেরীর সহযোগিতায় তাদেরকে আটক করতে সক্ষম হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের চৌধুরী এসে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৯ এর ১(গ) ধারায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারান্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।
আটকৃকত হচ্ছে কুষ্টিয়া জেলার মজমপুর এলাকার মৃত নুর উদ্দিনের ছেলে মাসুদ রানা ও হরিপুর এলাকার আমিরুল ইসলামের ছেলে শাহিন আলম। পরে তাদেরকে জেলাকারাগারে প্রেরণ করা হয়।