সিরাজগঞ্জ প্রতিনিধি : গতকাল রবিবার ৪.৩০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর কোম্পানী কমান্ডার, সহককারী পুলিশ সুপার এরশাদুর রহমান এর নেতৃত্বে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জের শাহাজাদপুর থানাধীন দ্বারিয়াপুর মুরগীপট্রি এলাকায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন দ্বারিয়াপুর এলাকার মৃত ইমান আলীর ছেলে মহসিন (৪৫)।
র্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন ৮নং ওয়াডর্, দ্বারিয়াপুর গ্রামস্থ মুরগীপট্রি রোডের শাহĐ মকদম হোটের এর সামনে পাকা রাস্তার উপর বিপুল পরিমান মাদক ক্রয়-বিক্রয় করিতেছে। এরই প্রেক্ষিতে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করা হয়। উক্ত স্থানে অভিযান চালিয়ে ০১ গ্রাম হেরোইন , ১টি মোবাইল, ১টি সিম এবং নগদ ৫,০০০/- টাকা সহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) এর সরনীর ৮(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।