তারেক, কুষ্টিয়া : কুষ্টিয়ায় মেটন চরপাড়া মাঠ থেকে বশির উদ্দিন (৬০) নামে একজন ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৭:০০ টার দিকে স্থানীয় দেয়া সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে কুষ্টিয়া মডেল থানার পুলিশ।
নিহত বশির উদ্দিন কুমারখালী সাওতাপাড়া মৃত জসিম উদ্দিনের ছেলে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন কোন দুর্বৃত্ত চক্র বশির উদ্দিনকে পিটিয়ে হত্যা শেষে মরদেহ ফেলে যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে নিহতের দেহে আঘাত জনিত ক্ষত চিহ্ন থাকায় তাকে কেউ পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
এ ঘটনায় এখনও কাউকে আটক করেনি পুলিশ তবে এই হত্যাকান্ডে যারাই জড়িত থাক তাদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।