1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :

টাঙ্গাইল অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ১ জনকে কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৩৭০ বার নিউজটি পড়া হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি : গতকাল ১.০০ মিনিটের সময় টাঙ্গাইল মির্জাপুর বংশাই সেলোঘাট সংলগ্ন লাভু মিয়ার বাসায় র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার, সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ রওশন আলী ও মোঃ আব্দুল মালেক, ইউএনও, মির্জাপুর, টাঙ্গাইল কর্তৃক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রকার ব্র্যান্ডের (হাপিক, মিঃ ব্রাসো, ভিকসোল, রক ইত্যাদি নামীয় ব্র্যান্ডের) নকল অবৈধ প্রক্রিয়ায় উৎপাদনকৃত পণ্য ফিনাইল ১,০০০ বোতল, টাইলস ক্লিনার ১,০০০ বোতল, টয়লেট ক্লিনার ৫০০ বোতল, ফ্লোর ক্লিনার ২৫০ বোতল, গ্লাস ক্লিনার ২৫০ বোতল, পুটিং ১০০০ প্যাকেট, ডিটাজিন পাউডার ১০০০ প্যাকেট, পাইপ ক্লিনার ৫০০ প্যাকেট, ব্লিচিং পাউডার ৫০০ প্যাকেট, পারফিউম ফিনাইল ৫০০ বোতল, ১০০০ মিঃলিঃ ড্রামপুট ৫০০ প্যাকেট, ৫০০ মিঃলিঃ ১০০ বোতল, কেমিক্যাল ০৪ ড্রাম, খালি বোতল ৫,০০০ পিস, স্টিকার ১,০০,০০০ পিস (যার আনুমানিক সর্বমোট মূল্য ৮,২২,৭৫০ টাকা) উদ্ধার করে এবং ভেজাল পণ্য বা ঔষধ বিক্রয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারার, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ আইন ২০০৯ এর ৪৩ এবং নকল পণ্য প্রস্তুত বা উৎপাদন আইন ২০০৯ এর ৫০ ধারায় অভিযুক্ত মোঃ তোফাজ্জল হোসেন (৬০), পিতাঃ মৃত- সিরাজুল ইসলাম, সাং-থলপাড়া, ইউনিয়নঃ ফাতেপুর, থানাঃ মির্জাপুর, জেলাঃ টাঙ্গাইল’কে ০১ (এক) বছরের কারাদন্ড সহ নগদ ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা অর্থ দন্ড প্রদান করেন জেলহাজতে প্রেরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!