তারেক, কুষ্টিয়া : র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল আজ দুপুর ১.৪৫ মিনিটের সময় দৌলতপুর তারাগুনিয়া বাজারস্থ হাবিবুর রহমান উজ্জল এর বসতবাড়ীর সামনে পাঁকা রাস্তা উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করা কালে ৮০ বোতল ফেন্সিডিল ও একটি হিরো হোন্ডা মোটরসাইকেল সহ দুজনকে আটক করেছে র্যাব-১২। আটককৃত হচ্ছে কুষ্টিয়া দৌলতপুরের তারাগুনিয়া এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে দীপু ও মাদাপুর এলাকার আশরাফুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ তাদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।