দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানাথীন এলাকায় বি.এস.এফ এর টহল দলের গুলিতে ১৫ আগষ্ট রাত সাড়ে ১২টায় নিহত বাংলাদেশী যুবক আবুল কাশেম (৩৫) এর লাশ দীর্ঘ ১৪ দিন পর বিজিবি’র কাছে হস্তান্তর করেছে।
শুক্রবার বিকেল ৩টার দিকে দৌলতপুর সীমান্তের চড়ইকুড়ি গ্রামে ৮৫/১০৬ এস পিলারের কাছে চল্লিশপাড়া এলাকায় বিজিবি ও বি.এস.এফ পতাকা বৈঠকের মাধ্যেমে লাশ ফেরত দিয়েছে। পতাকা বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১৪১ বি.এস.এফ জলঙ্গী ক্যাম্পের কোঃ কোমান্ডার এ.সি. বলবীর সিং, ইন্সপেক্টর সন্টুস কুমার সিং, এস.আই.খুরশিদ আলম। বাংলাদেশের পক্ষে ছিলেন মহিষকুন্ডি কোঃ কোমান্ডার সুবেদার দেলওয়ার হোসেন, দৌলতপুর থানার ওসি (তদন্ত) নিশিকান্ত,রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মন্ডল। নিহত বাংলাদেশী যুবক আবুল কাশেম দৌলতপুর সীমান্তবর্তী চল্লিশপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র। অবৈধ অনুপ্রবেশ কালে ভারতীয় বি.এস.এফ’র গুলিতে ১৫ আগষ্ট রাতে নিহত হয় বলে জানা গেছে। মৃত আবুল কাশেম এর লাশ তার পরিবারের কাছে শুক্রবার বিকালেই ফেরত দেওয়া হয়।