সিরাজগঞ্জ প্রতিনিধি : গতকাল ৪.৩০ মিনিটের সময় গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান এর নেতৃত্বে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ কামারখন্দ জামতলী ইউনিয়নের টেংরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৭৫ পিস ইয়াবা উদ্ধার করা করে এবং সিরাজগঞ্জ জেলার কামারখন্দ খড়তলা চর টেংরাইল এলাকার মৃত মোসলেম শেখের ছেলে সাজু শেখকে আটক করে। তার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) এর সরনীর ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।