দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে দূর্বত্তদের হামলায় স্থানীয় এমপির ফুপাত ভাই হাসিনুর রহমান নিহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে প্রাত:ভ্রমনে বের হলে পশ্চিম-দক্ষিন ফিলিপ নগরে এমপি গলির পশ্চিমে মসজিদের কাছে তিনি দূর্বত্তদের উপর্যপরি হামলার শিকার হন। দূর্বত্তদের ধারালো অস্ত্র হাসুয়া দিয়ে কুপিয়ে চলে যায়। টের পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। হাসিনুরের অবস্থা সংকটাপন্ন হওয়ায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার প্রস্ততি চলছিল কিন্তু তার আগেই তিনি মারা যান।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) নিশিকান্ত জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। খতিয়ে দেখে এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে। আসামীদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
নিহত হাসিনুর রহমান কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সরওয়ার জাহান বাদশাহ এর আপন ফুপাত ভাই। আওয়ামীলীগের সক্রিয় কর্মী ও পেশায় ব্যবসায়ী। সে পশ্চিম দক্ষিন ফিলিপনগরের ডা: জমির উদ্দিনের ছেলে।
এ বিষয়ে দৌলতপুর থানার পুলিশ ঘোষপাড়া মোড়ে অভিযান চালিয়ে মজিবর রহমানকে আটক করেছে। সে ইসলামপুর ঘোষপাড়া এলাকার মৃত মতালি মিস্ত্রির ছেলে।
২০১৯ সালের কোরবানীর ঈদে সন্ধ্যায় ফিলিপনগর আবেদের ঘাট এলাকায় মজিবর রহমানের ছেলে ৭ম শ্রেণীর ছাত্র আনোয়ার হোসেন সহপাঠীদের ছুরিকাঘাতে নিহত হন।