টাঙ্গাইল প্রতিনিধি : আজ সকাল ০৮.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ রওশন আলী এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার বাসাইল থানাধীন পাটখাগুরী গ্রামস্থ পাটখাগুরী কেন্দ্রীয় কবর স্থানের সামনে বাঐখোলা হতে পাটখাগুরীগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামী মোঃ জহিরুল ইসলাম (৩৩), পিতাঃ মৃত-ইসমাইল খাঁ, সাং-পাটখাগুরী (পশ্চিম পাড়া), থানাঃ বাসাইল, জেলাঃ টাঙ্গাইলIJকে ১০০ পিস ইয়াবা, ০১টি মোবাইল ফোন এবং ০২টি সিম কার্ড সহ গ্রেফতার করেন। সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করলে দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার বাসাইল থানার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে বলে জানায়। ধৃত আসামী তার ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে টাঙ্গাইল জেলার বাসাইল থানা এলাকাসহ আশপাশ এলাকায় মাদক সেবীদের নিকট এবং খুচরা মাদক ব্যবসায়ীদের তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে।