কুষ্টিয়া ভেড়ামারা সাতবাড়ীয়া নিয়মনীতি তোয়াক্কা না করে মাজারের প্রবেশ পথ বন্ধ করে রেখে স্থানীয় কিছু ব্যক্তিরা। নিয়মনীতির তোয়াক্কা না করে বাড়ি নির্মাণ করায় অবরুদ্ধ হয়ে পড়েছেন মাজারের লোকজন। রাস্তা দখল করে বাড়িতে প্রবেশের পথে বাঁশের বেড়া দিয়ে আটকে যাতায়াত বন্ধ হয়ে গেছে ওই এলাকার লোকজনদের।
নিয়মানুযায়ী বাড়িতে যাতায়াতের পথ খোলা রাখার দাবিতে চেয়ারম্যান ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েও কোনো ফল পায়নি ওই ভুক্তভোগী পরিবারটি।
সুবিচার পাওয়ার আশায় সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন নাগরিক অধিকার বঞ্চিত কমিটির লোকজন।
কমিটির লোকজন জানান, বর্তমানে বাজারে প্রবেশের পথ একেবারেই বন্ধ হয়ে গেছে। সীমানা প্রাচীরের ফোকর দিয়ে চলাচল করতে হচ্ছে। নিত্য প্রয়োজনীয় মালামাল বহনের সময় বার বার বাধার সম্মুখীন হতে হচ্ছে ।(বিস্তারিত আসছে……..)