কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া ছয়টি উপজেলার দূর দূরান্ত থেকে আসা কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন এখানকার ডাক্তাররা। দিন দিন হাসপাতালে উন্নয়ন হলেও নেই কোন রাস্তায় পানি সংস্কারের পরিবেশ। সরেজমিনে দেখা যায় বর্ষা মৌসুমে পানি জমাট বেঁধে থাকে এ সদর হাসপাতালে। যদি ভারী বর্ষণ শুরু হয় তাহলে হাটু জল পর্যন্ত এখানে পানি পার হয়ে রোগীদের সেবা নিতে হয়। বর্ষা মৌসুম শেষ পর্যায়ে আসলো রাস্তার পানি থেকে যায়। পানি রাস্তায় জমাট থাকার কারণে হাসপাতালে রাস্তায় ডেঙ্গু মশার বংশ বিস্তারের আশঙ্কা আছে মনে করছেন এখানকার রোগীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগী বলেন হাসপাতালে উন্নয়ন হলেও সেরকম কিছু উন্নয়ন হয়নি বলে জানান। আছে দালালের উৎপাত। আজ বেশ কিছুদিন ধরে রাস্তার পানি নিষ্কাশন অভাবে হয়ে গেছে সাত সাতে ও পিসলা। অনেকে রাতের অন্ধকারে পা ফসকে পড়ে যাচ্ছেন। রোগী নিয়ে আসলেন নিজেই রোগী হতে হচ্ছে এমনই একজন শিকার হয়েছেন। তারা জানান হাসপাতালে দালালি ছেড়ে সংস্কারের দিকে মনোযোগ দেয়ার আহ্বান জানান তারা। রাস্তার পাশেই আছে টিকিট কাউন্টার ভর্তি বা সেবা নিতে হলে ওই রাস্তার মাধ্যমে পায়ে হেঁটে যেতে হচ্ছে রোগী বা স্বজনদের।
এখানকার রোগীরা সংশ্লিষ্টদের কাছে আবেদন জানান রাস্তাটি পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক নইলে ঘটতে পারে ডেঙ্গুর বংশবিস্তার।