রিয়াজুল ইসলাম সেতু, কুষ্টিয়া : কুষ্টিয়ার পরকীয়া প্রেমের জের ধরে হত্যার দায়ে প্রেমিকা গৃহবধু এবং তার দেবরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। বিচারক অরূপ কুমার গোস্বামী আজ এ রায় দেন। হত্যার পরিকল্পনাকারী একজন মহিলা এবং তার সন্তান রয়েছে এ বিচেনায় মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
রায়ের বিবরণে জানা যায়, দৌলতপুর উপজেলার তাজপুর গ্রামের মোঃ আফাজ উদ্দীন বিদেশ থাকায় তার স্ত্রী মোছাঃ সীমা খাতুনের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়ায় একই এলাকার রনি ইসলাম। পরে তাদের শারীরিক সম্পকের্র দৃশ্য ফোনে ধারণ করে রনি তার প্রেমিকা সীমার কাছ থেকে অর্থ আদায় করতে থাকে।
একপর্যায়ে সীমা তার দেবর সজীব হোসেনকে সঙ্গে নিয়ে ২০১৮ সালের ২৪ জানুয়ারি প্রেমিক রনিকে হত্যা করে। তাকে উদয়নগর পদ্মা নদীর চরে ডেকে নিয়ে অন্ডকোষে আঘাত এবং গলা টিপে ধরে হত্যার পর মরদেহ চরে পুঁতে রাখে।