1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়ায় জমির ক্রেতা মহিবুলকে আটকের প্রতিবাদে পরিবারের সংবাদ সন্মেলন

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৬ বার নিউজটি পড়া হয়েছে

মিরপুর প্রতিনিধি: জমির ক্রেতা মহিবুলকে আটকের প্রতিবাদে সংবাদ সন্মেলন করেছেন মহিবুলের স্ত্রী ও তার পরিবারের সদস্যরা। আজ (মঙ্গলবার) বিকাল ৩ টার সময় মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের কাটদহর চরে তার বসতবাড়ীতে সাংবাদিকদের সাথে এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সন্মেলনে তার স্ত্রী কহিনুর খাতুন সাংবাদিকদের জানান গত ২০১৯ সালের ফেব্রুয়ারী মাসের ১৩ তারিখে তার স্বামী মহিবুল ইসলাম কুষ্টিয়ার মজমপুর এলাকায় ২৫৭৫,২৫৭৬,২৫৮০,২৫৮১ দাগের মধ্যে ০.২২ একর জমি রেজিষ্ট্রি অফিস এবং ডিসি অফিসের কাগজপত্র যাচাই বাছাই করে মালিক মকছুদা খাতুন এর নিকট তার স্বামী মহিবুল জমিটি ক্রয় করেন।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে এন আইডি কার্ড জালিয়াতির মাধ্যমে উক্ত জমি বিক্রি করার তথ্য উঠে আসলে জালিয়াতি চক্রের কয়েকজন সদস্য আটক করে পুলিশ। তবে তার স্বামী মহিবুল এন আইডি কার্ড ও সকল কাগজপত্র যাচাই বাচাই করে জমি ক্রয় করে এছাড়া এনআইডি কার্ড জালিয়াতি করে জমি বিক্রির সাথে কোন সম্পৃক্ততা নাই বলে তিনি জানান। তিনি আরও বলেন গত ৭ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত ২টার দিকে তার স্বামী মহিবুলকে আটক করে পুলিশ।
তবে পুলিশকে সঠিকভাবে তদন্ত করে সুষ্ঠ বিচারের দাবী জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!