আমিন হাসান, কুষ্টিয়া : দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার পিতা মুক্তিযোদ্ধা ওমর আলি শেখের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা। আজ মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া মডেল থানার সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়া জেলা ও উপজেলা কমান্ডের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যপী চলা উক্ত মানববন্ধনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রফিকুল আলম টুকু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ মোশারফ হোসেনসহ জেলার কয়েকশ মুক্তিযোদ্ধা অংশ গ্রহন করেন।