কুষ্টিয়া প্রতিনিধি : একুশে পদক প্রাপ্ত কবি গীতিকার আজিজুর রহমানের(১৮অক্টোবর,১৯১৪-১২ সেপ্টেম্বর,১৯৭৮) ৪২তম প্রয়াণ দিবস স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বাজারস্থ কবি সমাধীস্থলে ‘প্রয়ান দিবস উদযাপন কমিটির’ উদ্যোগে অনুষ্ঠিত স্মরণসভায় সভপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য সেলিম উদ্দিন বিশ^াস। এসময় কবি স্মৃতি স্মরণে বক্তব্য রাখেন, খ্কোসা সরকারী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান এম মুশতার হোসেন মাসুদ, সাংবাদিক হাসান আলী, এম এ কাইয়ুম ও বজলার রহমান প্রমুখ। শেষে কবির আত্মার মাগফিরাত কামনায় মাজার জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়।