ভেড়ামারা প্রতিনিধি : ভেড়ামারা থানার জিডি নং-৬১৬, তাং-১৫/০৯/২০২০ খ্রিঃ মূলে এস.আই(নিঃ)/শেখ আবু সাইদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ভেড়ামারা থানা এলাকায় রাত্রীকালিন জরুরী ও বিশেষ অভিযান ডিউটি পরিচালনাকালে আজ সকাল ০৫:২৫ মিনিটের সময় ভেড়ামারা চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা উপজেলার বাড়াদি বাজার সংলগ্ন ব্রীজের উপর অনেক লোকজন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছুটাছুটি করে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে ৯জনকে আটক করে ভেড়ামারা পুলিশ।
আটককৃত হচ্ছেন ১। মোঃ মনিরুল ইসলাম (৩৫), ২। মোঃ মিনারুল ইসলাম (৩৭), ৩। মোঃ রানা মন্ডল (৩২), ৪। মোঃ লিটন আলী (২৮), সর্ব পিতা- মোঃ আজগর আলী মন্ডল, ৫। মোঃ আব্দুল্লাহ মালিথা (৩৮), পিতা- মোঃ ইউনুস মালিথা, ৬। মোঃ সাইফুল ইসলাম (৩৩), পিতা- মোঃ শাহাদৎ মালিথা @ সাধু, ৭। মোঃ আবুল কালাম (৪৬), পিতা- মোঃ মহিউদ্দিন @ মহিসারিং, ৮। মোঃ জিয়ারুল ইসলাম (৪০), পিতা- মৃত সিরাজুল ইসলাম, ৯। মোঃ আজগর আলী (৬০), পিতা- মৃত যাকাত আলী মন্ডল।
তাদের কাছ থেকে ০১ টি দেশীয় লোহার তৈরী ছোরা, ০৩ টি বল্লম, ০১ টি ঢাল, ০১টি ট্যাটা, ০৮ টি হাসুয়া, ০১ টি হাতুড়ী, ০১ টি লোহার রড উদ্ধার করে। এ সংক্রান্তে ভেড়ামারা থানার মামলা নং-১০, তাং-১৬/০৯/২০২০ খ্রিঃ, ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ) রুজু হয়।