তারেক, কুষ্টিয়া : র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল ১৬ সেপ্টেম্বর (বুধবার) রাত ১০.৩০ মিনিটের সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন সদর হাসপাতালের দক্ষিণ পাচিরের আতাউর রহমান খলিল সড়ক সংলগ্ন ধৃত আসামী মোঃ আঃ মজিদ এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টাপেন্টা-১০০ মিঃ গ্রাঃ ট্যাবলেট ২৬ (ছাব্বিশ) পিচ, এর প্যান্টডল-১০০ মিঃ গ্রাঃ ট্যাবলেট ১৯ পিচ, সর্বমোট ৪৫ পিচ ট্যাবলেট উদ্ধার র্যাব-১২।
আটকৃত হচ্ছে কুষ্টিয়া শহরের পিয়ারাতলা পশ্চিমপাড়ার এলাকার মৃত কামাল হোসেনের ছেলে আঃ মজিদ। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ আটককৃত এর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।