আরাফাত হোসেন, কুষ্টিয়া : কুষ্টিয়ার ইবি থানাধীন পাটিকাবাড়ী এলাকায় নছিমনের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে চুয়াডাঙ্গার ভুমি অফিসের কর্মকর্তা হাফিজুর রহমান (৪৫ ) নামে একজন নিহত হয়েছেন এবং মোটর সাইকেলে থাকা তার স্ত্রী আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তার অবস্থা আশংকাজনক।
চুয়াডাঙ্গা মহা সড়ক পাটিকাবাড়ী নামক স্থানে আজ বিকাল ৩ টার সময় এ দুর্ঘটনা ঘটে। সে চুয়াডাঙ্গা উপজেলার পলাশপাড়া এলাকার আব্দুল হামিদ এর ছেলে হাফিজুর রহমান। তিনি চুয়াডাঙ্গার জেলা প্রশাসকের কার্যালয়ের ভুমি অফিসে কর্মরত ছিলেন।
ইবি থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, হাফিজুর রহমান বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কুষ্টিয়া শহরে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। পাটিকাবাড়ী পাটিকাবাড়ী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নছিমন সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল চালক হাফিজুর রহমান ঘটনাস্থলে মারা যান। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেন এবং নছিমন গাড়ী ও চালক আটক করে পুলিশ।