আমিন হাসান,কুষ্টিয়া : কুষ্টিয়া শহরে এন,এস রোডে নারী পাচারকারী চক্রের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছেন পাচারে শিকার হওয়া নারী ও তাদের পরিবারের সদস্যরা। আজ সকাল ১০ টার সময় কুষ্টিয়ার এন,এস রোডে এই মানববন্ধন করেন পাচারের শিকার হওয়া নারী ও বিক্ষুব্ধ স্বজন ও শত শত নারী পুরুষ। এ সময় নারী পাচারকারী চক্রের হোতা শিখা, মলিনা ও হায়দার ড্রাইভারের ফাঁসির দাবী জানান তারা।
পাচারের শিকার হওয়া নারীরা জানান বিদেশে ভালো চাকরী দেবে বলে তাদের কাছ থেকে নগদ টাকা নিয়ে বিভিন্ন দেশে পাচার করে। অন্যায় কাজে রাজি না হলে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো। পরে তাদেরক ঐ দেশে পুলিশের সহয়তায় দেশে ফেরে আসেন এবং স্থানীয়দের লোকজনদের কাছ থেকে বিদেশে পাঠানোর নাম করে অগ্রিম অর্থ নেন এই চক্র।
এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানার পুলিশ তিনজন পাচাকারী চক্রের সদস্যদেরকে আটক করে জেলাকারাগারে প্রেরণ করেন।