অনলাইন ডেস্ক : ঘরের সিলিং ফ্যানে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ভোজপুরি অভিনেতা অক্ষত উৎকর্ষ। আবারও আত্মহত্যার ঘটনা ঘটল বলিউডে। তিনি ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেও একটু একটু করে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছিলেন।
জানা যায়, রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে বিহারের মুজফ্ফরপুরের বাড়িতে বাবাকে ফোন করেন অক্ষত। কিন্তু ওই সময় টেলিভিশনের একটি জনপ্রিয় অনুষ্ঠানে মগ্ন ছিলেন তাঁরা। ফলে অক্ষতকে পরে ফোন করবেন বলে জানান তার বাবা। এরপর শো শেষ হয়ে গেলে অক্ষতকে বারবার ফোন করার পরও পাওয়া যায়নি। ওই ঘটনার কিছুক্ষণের মধ্যেই অভিনেতার বিশেষ বান্ধবী স্নেহা চৌহান অক্ষতের বাড়িতে ফোন করে বন্ধুর আত্মহত্যার খবর জানান।
অক্ষত কোনওভাবেই আত্মহত্যা করতে পারেন না বলে দাবি প্রয়াত অভিনেতার পরিবারের। পরিকল্পনা করেই তাদের ছেলেকে খুন করা হয়েছে বলে দাবি করেন অক্ষতের বাবা।
যদিও মুম্বাই পুলিশের পক্ষ থেকে অক্ষতের পরিবারের কোনও অভিযোগই শুনতে চাওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে প্রয়াত অভিনেতার পরিবার বিহার পুলিশের দ্বারস্ত হয়েছেন বলে জানা গেছে।