আরাফাত হোসেন, কুষ্টিয়া : পুলিশই জনতা, জনতাই পুলিশ এ স্নোগানে কুষ্টিয়া শহরের জেলা পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত এর নির্দেশনায় পৌরসভা অডিটিরিয়ামে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রমের সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় পৌরসভার প্যানেল মেয়র মতিয়ার রহমান মজনু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মডেল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার।
বিট কর্মকর্তা এস আই সুমন কাদেরী পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কাবুল চৌধুরী, পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও ১নং ওয়ার্ডের আওয়ামীলীগের সহ সভাপতি রবিউল ইসলাম, ১নং ওয়ার্ডের যুগ্ম সম্পাদক এ.টিএম একরামুল, ১নং ওয়ার্ডের অর্থ সম্পাদক সেলিম রেজা সালাম।
এ সময় ২নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি খন্দকার মাহমুদুল হক টুকু, ২নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক মাসুদুল ইসলাম, সাংবাদিক আমিন হাসান উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান তালুকদার বলেন, পুলিশ হলো জনগণের বন্ধু। আমরা আপনাদের যে কোনো সমস্যার জন্য সবসময় আপনাদের পাশে থাকতে চাই। মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। আমরা সে আলোকেই কাজ করে যাচ্ছি। আমরা মানবিক পুলিশ হতে চাই। আপনাদের এলাকায় মাদক ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক যে কোনো অপরাধ সংঘটিত হলে আমাদেরকে অবগত করে সহযোগিতা করবেন।