রিয়াজুল ইসলাম সেতু, কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারা এলাকায় ৬০ বোতল ফেন্সিডিল ও ৬ কেজি অপিয়াম উদ্ভুত কোডিন মিশ্রিত রাখার দায়ে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১)এর ৩(খ) ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিটের সময় বিশেষ দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মুন্সী মোঃ মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। ঘোষণা শেষে তাকে জেলা কারাগারে প্রেরণ করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কৈপাল এলাকার বিল্লাল হোসেনের ছেলে রেন্টু @ রিন্টু।
আদালত সুত্রে জানা যায়, ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারী রাত ৯.১৫ মিনিটের সময় ভেড়ামারা এলাকায় থানার পুলিশ অভিযান ডিউটি করাকালীন সময়ে উত্তর ভবানীপুর হাওয়াখালী মাঠের চৌরাস্তা মোড়ে পৌঁছাইলে আল্লাহরদর্গার দিক থেকে একটি কাগজের কার্টুন পাটের রশি দিয়ে বাঁধা অবস্থায় একটি লোক ভেড়ামারা দিকে পায়ে হেঁটে আসিতে থাকলে পুলিশকে দেখে দৌড়ে পালানোর সময় রেন্টু @ রিন্টুকে আটক করে পুলিশ এবং তার কাছ থেকে ৬০ বোতল ও ৬ কেজি অপিয়াম উদ্ভুত কোডিন মিশ্রিত ফেন্সিডিল উদ্ধার করে।