দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরের হোসেনাবাদ আকিজ বিড়ি ফ্যাক্টরিতে আজ সোমবার সকাল ১০টা থেকে কাজের দাবিতে শুরু হয়েছে শ্রমিক আন্দোলন।গত ১৭ সেপ্টেম্বর ২০২০ ইংরেজি তারিখে শুক্রবারের ডিউটিকে কেন্দ্র করে কয়েক জন শ্রমিকের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এই সংঘর্ষ কে কেন্দ্র করেই ফ্যাক্টরির বর্তমান ম্যানেজমেন্ট বন্ধ ঘোষণা করেন। ফাক্টরীর শ্রমিক ও শ্রমিক নেতারা জানান যে সংঘর্ষের পরে শ্রমিকরা তাদের অভ্যন্তরীণ দন্দ মিটিয়ে নেওয়ার জন্য বর্তমান ম্যানেজারের সহযোগিতা চান তবে সহযোগিতা তো দূরের কথা কোনরকম যোগাযোগ করতে চাননি এই ম্যানেজার। তাই শ্রমিকরা নিজ উদ্যোগে নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব মিটিয়ে তাদের কর্মস্থলে ফিরে যেতে চাইলেও সেক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়িয়েছে এই ফ্যাক্টরীর প্রধান ম্যানেজার এমনটাই দাবি শ্রমিক ও শ্রমিক নেতাদের।