আরাফাত হোসেন, কুষ্টিয়া : কুষ্টিয়াসহ সারা দেশে লাগাতার ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন হয়েছে। বুধবার বেলা ১১টায় পাবলিক লাইব্রেরীর সামনে এ কর্মসুচী পালন করা হয়। মানববন্ধনে সম্মিলিত সামাজিক আন্দোলন, জাতীয় মহিলা পরিষদ, স্বেচ্ছাসেবী সংস্থা ফেয়ারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা যোগ দেন। এসময় তারা সরকারের প্রতি নারী ধর্ষণ নারী নির্যাতন রোধে আরো জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান। প্রয়োজনে নতুন আইন প্রণয়নেরও দাবি ও নারী ও শিশু ধর্ষণ, নারীর প্রতি সহিংসতায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান।