সোহেল পারভেজ, কুষ্টিয়া : কুষ্টিয়ায় শেখ রাসেল হরিপুর-কুষ্টিয়া সংযোগ সেতুর গাইড বাধ ধ্বসে চরম হুমকির মধ্যে পড়েছে সেতুটি। শনিবার বেলা সাড়ে ১১টার সময় গড়াই নদীর বামতীরে সেতু সংলগ্ন ভাটিতে মাত্র ৩বছর পূর্বে নির্মিত এই গাইড বাধটি ধ্বসে গেলো। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি)কর্তৃক সেতু নির্মাণের সাথেই নির্মিত নদীর তীর রক্ষা এই গাইড বাঁধটি নির্মানকালেই নানা অনিয়ম থাকায় এই ধ্বসের ঘটনা ঘটেছে। অনিয়মের বিষয়ে নির্মানকালেই স্থানীয়রা অভিযোগ তুললেও তা কতৃপক্ষ আমলে নেননি। অভিযোগ নাকচ করে এলজিইডি কর্তৃপক্ষ জানায়, নদীর পাড় রক্ষার দায়িত্ব এলজইডির নয়; অনেক আগেই এবিষয়টি দেখার জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দাপ্তরিক পত্র প্রেরণ করা হয়েছে। তবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী পিযুষ কৃষ্ণ কুন্ডু জানান, নদীতে এখন পানি কমছে সেই সাথে তীব্র স্রোতে তলদেশে স্কাউরিং হওয়ার ফলে এই গাইড বাধ ধ্বস হতে পারে। তাছাড়া এটি নির্মাণ করেছিলো এলজিইডি, ওরা ভালো বলতে পারবেন কোন নির্মাণ ত্রুটি ছিলো কি না।