তারেক, কুষ্টিয়া : মাদক ব্যবসা নিষেধ করায় কুষ্টিয়া শহরের সিএবি কোয়াটার কলেজ মোড় এলাকায় লাবনী আক্তার কে মাদক ব্যবসায়ীরা মারপিট ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লাবনী আক্তার (২৮) নামে ১ জন আহতাবস্থায় চিকিৎসাধীন আছেন। এ সময় একভরি ৪ আনা স্বর্নের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ সূত্রে জানা গেছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, কুষ্টিয়া শহরের সিএবি কোয়াটার কলেজ মোড় এলাকায় আব্দুল আওয়ালের ছেলে তুমুল, আব্দুল খয়েরের ছেলে তুফা এবং আব্দুল খয়ের দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। বার বার নিষেধ করা সত্ত্বেও তারা ব্যবসা অব্যাহত রাখায় আজ রবিবার রাত ৮:১৫ মিনিটের সময় তাদেরকে পুনরায় নিষেধ করেন লাবনী আক্তার। এতে ক্ষিপ্ত হয়ে তুমুলসহ তার সঙ্গীরা ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে এ মহিলার বাড়িতে হামলা চালায়। এ সময় মাদক ব্যবসায়ীদের অস্ত্রের আঘাতে লাবনী আক্তার গুরুতর আহত হন। এছাড়া এ সময় হামলাকারীরা একভরি ৪ আনা স্বর্নের চেইন ছিনতাইয়ের পাশাপাশি বাড়ির বাকি সদস্যদের অকথ্য ভাষায় গালাগালি সহ আইনী ব্যবস্থা নিলে হত্যার হুমকি দেয় বলে অভিযোগে বলা হয়েছে। আহত লাবনী আক্তার বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
লাবনী আক্তার এ ঘটনায় ৩ জনকে আসামী করে কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ করেছেন।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি কামরুজ্জামান বলেন অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে। সত্যতা নিশ্চিতের মাধ্যমে আসামীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে, মাদক ব্যবসায়ী বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোন প্রকার ছাড় দেয়া হবে না।