আমিন হাসান, কুষ্টিয়া : কুষ্টিয়ায় জাতীয় পরিচয় পত্র জালিয়াতি করে জমি দখলের ঘটনায় আরও একটি নতুন প্রতারক চক্রের সন্ধান মিলেছে। গতকাল মিডিয়াতে নতুন প্রতারক চক্রের সদস্যদের নিয়ে সংবাদ প্রচারের পর আমিরুল ইসলাম নামে এই চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃত আমিরুল কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর বালিয়াপাড়া এলাকার মৃত আবুল বিশ্বাসের ছেলে। সে পরিচয় গোপন করে কুষ্টিয়া শহরের বাসিন্দা এম এম এ ওয়াদুদের নাম পরিচয় ধারণ করে প্রায় শতকোটি টাকা মূল্যের সম্পত্তি হাতিয়ে নেওয়া চক্রের সদস্য ।
কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত জানান, গ্রেফতারকৃত আমিরুলকে আদালতে নেওয়া হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এনআইডি কার্ড জালিয়াতি ও জমি দখলের ঘটনায় বেশ কিছু স্পর্শকাতর তথ্য দিয়েছে। তার জবানবন্দি রেকর্ড করেন কুষ্টিয়া সিনিয়র জুডিশিয়াল আমলী আদালত-১ এর বিচারক দেলোয়ার হোসেন। সকাল ১০ টা থেকে ঘন্টাব্যাপী জবানবন্দি শেষে আমিরুলকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।