রাসেল কুষ্টিয়া : আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। দিবসটির এবারের শ্লোগান ‘‘দুর্যোগ ঝুঁকি হ্রাস সুসাশন নিশ্চিত করবে টেকসেই উন্নয়ন’’। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃর্তৃক গণভবন থেকে সরাসরি ‘‘দুর্যোগ সহনীয় বাসগৃহ’’ উদ্বোধনী ভার্চুয়াল অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা দুর্যোগ কমিটি। এর আগে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভায় দুর্যোগ মোকাবেলায় সবার সম্মিলিত প্রচেষ্টার পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে বেশি বেশি বৃক্ষ রোপনের উপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা মুহামমাদ আবদুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।