সোহেল পারভেজ, কুষ্টিয়া : ‘মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এ প্রতিপাদ্যে কুষ্টিয়া শহরের চর থানাপাড়ার ২নং ওয়ার্ডে
আজ বুধবার বিকাল ৪ টার সময় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গি ও সাইবার ক্রাইমসহ সামাজিক অবক্ষয় প্রতিরোধ ছিল এ সভার উদ্দেশ্য।
সভায় থানাপাড়ার ০২ নং ওয়াড কাউন্সির খন্দকার মাজেদুল হক ধীমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মডেল থানার এস আই মোঃ সুমন কাদেরী।
অনুষ্ঠানে এস আই মোঃ সুমন কাদেরী বলেন, সরকার পুলিশিং কার্যক্রমকে আধুনিক করতে কাজ করে যাচ্ছে। পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘বিট পুলিশিং’ কার্যক্রম গরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।
তিনি জনগণকে নিজ এলাকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গি, বাল্যবিয়ে, যৌতুকসহ অন্যান্য সমস্যায় বিট পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহবান জানান।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির সদস্য ও ইউনাইটেড প্রেস ক্লাব সমাজকল্যাণ সম্পাদক দৈনিক স্বর্ণযুগ পএিকার সহ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক সাংবাদিক সোহেল পারভেজসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।