ঢাকা অফিস : আইপি টিভি’র বিনোদনের অনুমতি দেওয়া হবে, সংবাদ প্রচারে নয় ও সম্প্রচার আইন চূড়ান্ত হবার পর টেলিভিশনের বেতন কাঠামো নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম-‘বিএসআরএফ’ এর সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, দেশে কয়েক হাজার অনলাইন পোর্টাল আছে, চলতি বছরের মধ্যেই এগুলো নিবন্ধনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, আইপি টিভি’র ক্ষেত্রে শুধু বিনোদন কনটেন্ট প্রচারের অনুমতি দেওয়া হবে, সংবাদ নয়।